মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে।
জানে না কানছির খবর রং মহলের নিকাশ নিচ্ছে।।
ঠিক পড়ে না কুড়ো-কাঠা ধূলে ধরে সত্তুর গণ্ডা
অকারণ খাটিয়ে মনটা পাগলামি প্রকাশ করছে।।
যে জমি নাই আড়া-দীঘল তা কি রূপ কালি করে সেথা,
শোনে চৌদ্দ পেয়ার কথা কুড়ো -কাঠা কয় আন্দাজে
কৃষ্ণদাস পণ্ডিত ভাল কৃষ্ণ-লীলা সীমা দিল
আর পণ্ডিত চূর্ণ হল টুনি এক পক্ষীর কাছে।।
বামন হয়ে চাঁদ ধরতে যায় তেমনি আমার মন মনুরায়,
লালন বলে, কবে কোথায় এমন পাগল দেখেছে।।