মাধব, কত তোর করব বড়াঈ।
উপমা তোহর কহব ককরা হম
কহিতহুঁ অধিক লজাঈ।।
জৌঁ শ্রীখণ্ডক সৌরভ অতি দুরলভ
তৌঁ পুনি কাঠ কঠোর।
জৌঁ জগদীস নিসাকর তৌ পুন
একহি পচ্ছ উজোর।।
মনি সমান ঔরো নহি দোসর
তনিকর পাথর নামে।
কনক কদলি ছোট লজ্জিত ভএ রহ
কী কহু ঠামহি ঠামে।।
তোহর সরিস এক তোহঁ মাধব
মন হোইছ অনুমান।
সজ্জন জন সৌঁ নেহ কঠিন থিক
কবি বিদ্যাপতি ভান।।