মিশ্র পুরন্দর কিছু মনে বিচারিয়া।
পুরোহিত দ্বিজবরে আনিলা ডাকিয়া।।
ধনরত্ন অলঙ্কার দ্বিজবরে দিল।
স্বস্তি বচন বলি দান তুলি নিল।।
অর্ঘ্য আশিস দ্বিজ ধরি নিজ হাতে।
সন্তোষ তুলিয়া দিল গোরাচাঁদের মাথে।।
শচী ঠাকুরাণী কিছু কহিতে লাগিল।
সাত পুত্রের পরে এই পুত্র বিধি দিল।।
নিমাই বলিয়া নাম দেহ দ্বিজবর।
বাসুদেব ঘোষ কহে জুড়ি দুই কর।।