মৃদুল-মলয়জ- পবন-তরলিত-
চিকুর-পরিগত-কলাপকম্।
সাচি-তরলিত- নয়ন-মন্মথ-
শঙ্কু-সঙ্কুল-চিত্ত-
সুন্দরী-জনিত কৌতুকম্।।
মনসিজ-কেলি নন্দিত-মানসম্।
ভজত মধুরিপু- মিন্দু-সুন্দর-
বল্লবীমুখ-লালসম্।।ধ্রু।।
লঘু-তরলিত-কন্ধরং হসিত-লবমতিসুন্দরম্।
গজপতি- প্রতাপরুদ্র-
হৃদয়ানুগতমনুদিনং।।
সরসং রচয়তি রামানন্দরায়
ইতি চারু সঙ্গীতং ।।