মোরে যে বোলো সে বোলো সখি।
সে রূপ নিরখি নারি নিবারিতে
মজিল যুগল আঁখি।।ধ্রু।।
ও না তনুখানি কেবা সিরজিল
কি মধু মাখিয়া তায়।
সে সৌরভরসে উনমত নাসা
ভ্রমর হইয়া ধায়।।
কিবা সে ভঙ্গিতে চাহে চারিভিতে
হাসিতে অমিয়া খসে।
হেন করে হিয়া চকোর হইয়া
রহিয়ে উহারি পাশে।।
নরহরি জানে আনে কি বলিব
প্রাণে না সহয়ে আর।
এ হেন রঙ্গিয়া বিহি মিলাইলে
করি যে গলায় হার।।