যব দুহুঁ লায়ল নব নব নেহ।
কেহু না গুনল পরবশ দেহ।।
অব বিহি ভাঙ্গল সো সব মেলি।
দরশন দুলহ দূরে রহু কেলি।।
তুহুঁ পরবোধবি রাইক সজনি।
যৈছনে জীবয়ে দুয় এক রজনি।।
গনইতে দিবস অধিক গণি দেখ।
মেটি শুনায়বি দুয় এক রেখ।।
লিখইতে হৃদয়ে উঠয়ে যছু রীত।
নিজ করে লিখইতে নাহি পরতীত।।
কতয়ে সম্বাদব পুর-মুখে বাণী।
কি কহিতে কিয়ে পুন হোয়ে না জানি।।
এতহু নিবেদলু তুয়া পায়ে কান।
গোবিন্দদাস তাহে পরমাণ।।