যব হরি পুরী মথুরা গেল
দুখদে অতনু অধিক ভেল
সব সুখ গেল দূরে।
এ নব যৌবন বিফলে গেল
গুণি গুণি তনু ঝুরে
শুন সখি বলি তোরে।।
আর কার বামে দেয়ব ঠেস
উরে করি বেণী বনাব বেশ
অভাগিনী পাপিনীরে।
(কেবা) হায় বিনোদিনী
শ্যাম সোহাগিনী
বলিয়ে বসাব কোরে।।
যখন কোপেতে করিতু মান
কাতরে ধরণী লুঠত কান
গরবে না হেরি তারে।
সেই অভিশাপ
ফলল সজনি
পিয়া ছাড়ি গেল মোরে।।
শুন দূতি বলি বচন সার
ব্রজে কি নাগর আসিবে আর
তেজল নটবরে।
গাওত রঘুনাথ
নৃপতি ভেজহ
দূতী বরে।।