যূথে যূথে রঙ্গিনি বরজ বর কামিনি
যামিনি কানন মাহ।
সব জন পরিহরি কুঞ্জে চলল হরি
করে ধরি রাইক বাহ।।
সজনি অব হরি কোন কানন মাহা গেল।
গুণবতি গুণহি মনহি মন বান্ধল
নাগর অনুকূল ভেল।।ধ্রু।।
ঠামহি ঠাম চরণচিহ্ন হেরই
রাই করল যাঁহা কোর।
কুসুম তোড়ি বহু বেশ বনায়ল
সুরত রভসে ভেল ভোর।।
কিশলয়শেজ ঠামহিঁ ঠাম হেরই
টুটল কত ফুলমাল।
দুহুঁ অঙ্গপরিমলে কানন বাসল
গুঞ্জরে মধুকরজাল।।
ধনি ধনি রমণিশিরোমণি সুন্দরি
আরাধল মনমথ দেব।
গোপাল দাস কহ ও সহচরি সহ
রাধামাধব সেব।।