যেবা জন জানে কহিতে না পারে
গুমরে গুমরে সেহ।
সে আপনার গুণে তরিল আপনে
তাহারে তরাবে কেহ।।
শুনহ রসিক ভকত জন।
জগতে জানি রাখিবে মন।।
রসিক নাগরী পাইবা যথা।
রসের কৌতুক বাড়াবা তথা।।
রসিক যুবতী হইবে যে।
রসিক পাইলে না ছাড়ে সে।।
প্রকৃতি হইয়া রস না জানে।
জনমিয়া সে মৈল না কেনে।।
যে না জানে রসের রীত।
সদাই আনন্দ তাহার চিত।।
কি নারী পুরুষ দোঁহাতে একা।
কহে চণ্ডীদাসে পীরিতি লেখা।।