রসে ঢর ঢর গৌর কিশোর
বঙ্কিম নয়নে চায়।
জিনি করিবর গমন মন্থর
পরাণ দোলায়ে যায়।।
চাঁচর চিকুরে চূড়ায় টালনি
গাঁথিয়ে চাঁপার কলি।
তাহার সৌরভে জগত মাতল
ঝাঁকি ঝাঁকি উড়ে অলি।।
গৌরাঙ্গ রূপের ছটার কিরণ
লাগয়ে যাহার গায়।
উনমত হয়ে বাহু পসারিয়ে
কিরণ ধরিতে চায়।।
আইস আইস বলি করয়ে ব্যাকুলি
নদিয়া নাগরী কান্দে।
ভণে বলরাম ও পদ নিছনি
শোভিত নখের চান্দে।।