রাইক ঐছে দশা হেরি এক সখী
তুরিতহি করল পয়ান।
নিরজনে নিজগণ সঞে যাহা মাধব
রাই মিলল সোই ঠাম।।
(শুন মাধব) অব হাম কি বোলব তোয়।
সো বৃষভানু কুমারী বর সুন্দরী
অহনিশি তুয়া লাগি রোয়।।
তুয়া অনুরূপ পট এক লেখি আনি
দেয়ল তাকর আগে।
সো রূপ হেরি মুরছি পড়ু ভূতলে
মানয়ে করম অভাগে।।
নবজলধর হেরি অম্বরে সো ধনী
কাতরে করু পরলাপ।
নীলাম্বর অব সহই না পারই
অরুণাম্বরে তনু ঝাঁপ।।
ঐছে দশা হেরি সকল সখীগণ
রোয়ত যামিনি জাগি।
কহে যদুনন্দন শুন নন্দনন্দন
মীলহ সব জন ভাগ।।