রাইর মুখেতে দুখের কথনা
শুনি প্রিয় সখি যান।
ইসত হাসিয়া সকলে ত্বরিতে
ভাঙ্গাইতে কানু মান।
শুনহ নাগর কান।
একি অদভূত শুনিয়ে চরিত
প্রিয়াকে কর‍্যাছ মান।।ধ্রু।।
বিদগধ হৈয়া কি দোষ দেখিয়া
বাঁকা কৈলে নিজ মুখ।
রাই পালটিয়া গমন করিলা
মরমে পাইয়া দুখ।।
দূতীর চাতুরী বুঝিয়া কংসারি
মান মন কথা কর।
কহে হরেকৃষ্ণ সখীর বচনে
রাইরে সদয় হয়।।