রাই বলে –“সখি, হল বড় সুখী
না বাঁচে আমার প্রাণে।
সে হব আমার আমি হব তার
যে আনি[য়া] দিব শ্যামে।।
যদি না পাইব পরাণ তেজিব
যমুনার জলে পশি।”
শুনি সখী সব হইল নীরব
মাথে হাত দিয়া বসি।।
মনে বিচারিয়া কহে বিচারিয়া
“শুনগো পরাণ রাধে।
স্থির কর মন না হয় উচাটন
আনি দিব শ্যামচাঁদে।।”
এ কথা বলিয়া রাধারে বুঝাইয়া
মুছয়ে নয়ান-বারি।
চণ্ডীদাস কয়– “শীঘ্রগতি যায়
আনহ রসিক মুরারি।।”