রাই মুখ-পঙ্কজ কুঙ্কুমে মাজল
বসনহি পুলক আগোর।
নিরমিত সিন্দুর যতনে নিবারই
নীঝর নয়নক লোর।।
এ সখি চতুর-শিরোমণি কান।
নিরমজি উনমজি আরতি-সায়রে
করল বেশ-নিরমাণ।।
অঞ্জইতে লোচন দুনয়ন ছল ছল
করল ঘরম-জল চোরি।
কত পরকারহিঁ কাঁপ নিবারল
লিখইতে উচ কুচ জোরি।।
বসন পরাইতে মুগধল নাগর
থম্বি রহল যব নাহ।
তব দিঠি কুঞ্চিত রঙ্গদেবি সখি
তহিঁ বলরাম-মুখ চাহ।।