রাধা মাধব কুঞ্জহি পৈঠল
রতি-রণ-রঙ্গ রসালা।
রণ-বাজন ঘন কোকিল-কলরব
ঝঙ্করু মধুকরমালা।।
সজনী হেরি দুহুঁ দিঠি ঝাঁপ।
মনমথ-সমরে কুসুমশর কো কহ
সোঙরি সোঙরি জিউ কাঁপ।।
পহিলহি রাই নয়ন-শরে হানল
আকুল কুঞ্জক রাজ।
ভুজযুগ-বরুণ পাশে ধনী বান্ধল
নিকরুণ হৃদয়ক মাঝ।।
রোখলি রাই তাঁহি পুন হরি-উরে
কুচ-কাঞ্চন-গিরি হান।
সো গিরিধর খর নখরে বিদারল
বিচলিত মানিনি মান।।
শ্রম-ভরে দহুঁ দুহুঁ অধর-মধু পিবই
দুহুঁ গুণ দুহুঁ পরশংস।
দুহুঁ দুহুঁ গণ্ড- মুকুরে নিজ ছাহ হেরি
ভরমহি দুহুঁ করু দংশ।।
সিন্দুর-দহন- বাণ হেরি মাধব
মৃগমদ জলদে নিঝাউ।
পিঞ্ছ-মুকুট-ভয়ে বেণি-ভূজঙ্গিনী
বিলুঠই মহি গড়ি যাউ।।
মাতল মদন- রাজ-মদ-কুঞ্জর
অলক-অঙ্কুশ নাহি মান।
তোড়ল নিবি-বন্ধ গীমক বন্ধন
নিজপর দুহুঁ নাহি জান।।
রতি-রণ তুমুল পুলক-কুল-সঙ্কুল
ঘন ঘন মঞ্জির বোল।
নিজ মদে মদন পরাভব পাওল
কুণ্ডল গণ্ড হিলোল।।
অনুখন কঙ্কণ কিঙ্কিণি ঝঙ্করু
রতি-জয়-মঙ্গল তূর।
মনমথ-কেতু- মকর গড়ি যাওত
গোবিন্দদাস কহ ফর।।