রূপের অনুগা হৈয়া রাধাকৃষ্ণ ভজ যায়।।
ছাড় অন্য কার্য্য অভিলাষ।।
লক্ষ চৌরাশি যোনি ভ্রমণ কৈরাছ তুমি
এবার পায়্যাছ ভাল দেহ।
নহে কর ধর্মাধর্ম নহে যেন পুন জন্ম
সাধুসঙ্গে কৃষ্ণ ভজি লেহ।।
রাধাকৃষ্ণ কর আশ ছাড় অন্য অভিলাষ
… … কর আগে।
তবে থাকে পঞ্চ প্রাণ কৃষ্ণ পদে কর দান
গোবিন্দ ভজহ অনুরাগে।।
তবে যে প্রকট কায় জানি …প্রায়
তার মাঝে যতদিন থাক।
প্রথম যুবক নারী তাহা নিরীক্ষণ করি
সেই রূপ আপনাকে দেখ।।
ভাবিতে ভাবিতে যবে সেইরূপ হবে তবে
বিধির লিখন হবে বৃথা।
সর্পের খোলস প্রায় খসিয়া পড়িবে কায়
অলখিতে যাবে নিত্য যথা।।
তাহা এক সহচরী নিয়া যাবে হাতে ধরি
শ্রীরূপের পদে সমর্পিবে।
কহে নরোত্তম দাস পূরিবে মনের আশ
ব্রজে রাধাকৃষ্ণ পাবে তবে ।।