রয়নি বিহরি দুহুঁ আলসে ভোর।
আওল নিকুঞ্জহি কিশোরি কিশোর।।
বৈঠল রতন সিংহাসন মাঝ।
সেবন পরায়ণ সহচরি সাজ।।
কেহুঁ করু বীজন কেহুঁ দেই পানি।
চরণ পাখালই ঝরঝরি আনি।।
কর চরণ গ্রীবা মৃদু মৃদু চাপি।
বিগত কয়ল শ্রম সেবন আপি।।
কত কত উপহার ভোজন পান।
করিয়া শিতল ভেল নাগর কান।।
সখি সঞে সুবদনি অবশেষ পাই।
বৈঠল শেজপর তাম্বুল খাই।।
সখিগণ শূতল নিজ নিজ শেজে।
শূতলি নাগরি নাগররাজে।।
কো কহু দুহুঁজন ও সুখ অন্ত।
দূরহি দূরে রহু রায় বসন্ত।।