ললিতা ললিত বচনে রহ কহলহি
শুন বৃষভানু-কুমারি।
এ হেন সম্বাদ বাম পদে কাহে ঠেলসি
পুন নাহি পারবি ফেরি।।
হাম তুয়া সঙ্গিনি রঙ্গিনি রসিকিনি
সে সব সময়ক সাথি।
অব তুয়া রীত চিত নাহি সমুঝিয়ে
না বুঝিয়ে বচনক ভাঁতি।।
কি কহব কি তোহে ককিলে কী হোয়ব
বাত না রাখবি মোর।
ব্রজকুল চাঁদ চরণে ধরি লোটত
এ কিয়ে দুরমতি তোর।।
করে ধরি কত শত নীত বুঝায়লু
তবহু সদয় নাহি ভেল।
হই অবনতমুখী নখে মহি লেখই
গোবিন্দদাস চিত শেল।।