লাখবান কাঞ্চন জিনি।
রসে ভরা গোরা অঙ্গের মু জাঙ নিছনি।।
কি কাজ শারদ কোটী শশী।
জগত করিলে আলা গোরা মুখের হাসি।।
দেখিয়া রঙ্গিমাধর-কাঁতি।
মল্য মল্য অনুরাগে এ বর যুবতি।।
সুদশন শিখর মুরতি।
মরমে ভরম জাগে পিরীতি আরতি।।
ভাঙু গঞ্জে মদন ধানুকী।
কুলবতি উনমতি কৈলে দুটি আঁখি।।
অলকা তিলক ভালে শোভে।
রঙ্গিণীর মনে রঙ্গ বাঢ়ে ওই লোভে।।
চাঁচর চিকুর মরি মরি।
নানা ফুল সাজে তাহে হেরি বেরি বেরি।।
চন্দন কেশর মাখ তনু।
রঙ্গিণীর প্রাণ বাঁটি লেপিয়াছে জনু।।
মদন বিজই দোলে মালা।
ইথে কি পরাণে জিয়ে কামিনি অবলা।।
রাঙ্গাপ্রান্ত পীত পট-বাস।
পহিরণ নিতম্বিনি রস অভিলাষ।।
অরুণ চরণে নখচান্দা।
পামরি গোবিন্দদাসের চিতবান্ধা।।