শচীর মন্দিরে আসি অকলঙ্ক পূর্ণশশী
উদয় করিল মহিমাঝে।
গ্রহণ করিঞা ছলা সকলঙ্ক ষোলকলা
চান্দ লুকাইল বড় লাজে।।
আনন্দে নদীয়া ভেল ভোর।
পুণ্যের সময় পাঞা নানা ধন বিলাইঞা
সভাই বলএ হরিবোল।।
নদিয়া নাগরী যত আনন্দে আন্ধল চিত
শচীর মন্দিরে উপনীত।
গোরাচান্দ-মুখ দেখি প্রেমে ছল ছল আঁখি
উপজিল নিগূঢ় পিরীত।।
দুটি বাহু পসারিঞা নিজ নিজ কোলে লঞা
চুম্ব দিল বদনকমলে।
দীনবন্ধু দাসে বলে শচীর নন্দন মিলে
অনেক দিনের পুণ্যফলে।।