শুধু কি আল্লা ব’লে ডাকলে তারে পাবি ওরে মন-পাগেলা।
যে ভাবে আল্লাতালা বিষম লীলা ত্রিজগতে করছে খেলা।।
কত জন জপে মালা তুলসী-তলা, হাতে ঝোলে মালার ঝোলা,
আর কতজন হরি বলি মারে তালি, নেচে গেয়ে হয় মাতেলা।।
কত জন হয় উদাসী, তীর্থবাসী, মক্কাতে দিয়াছে মেলা
কেউ বা মসজিদে বসে তার উদ্দেশে সদায় করে আল্লা আল্লা।।
স্বরূপে মানুষ মিশে, স্বরূপ দেশে বোবায় কালায় নিত্য লীলা।
স্বরূপের ভাব না জেনে চামর কিনে হচ্ছে কত গাজীর চেলা।।
নিত্যসেবায় নিত্যলীলা চরণমালা, ধরা দিবে অধরকালা।
পাঞ্জ তার ক’রে হেলা ঘটল জ্বালা, কি হবে নিকাশের বেলা।।