শুনিয়াছি সাধুমুখে বলে সর্বজন।
শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ।।
হা হা প্রভু সনাতন গৌর পরিবার।
সবে মিলি বাঞ্ছা পূর্ণ করহ আমার।।
শ্রীরূপের কৃপা যেন আমা প্রতি হয়।
সে পদ আশ্রয় যার, সেই মহাশয়।।
প্রভু লোকনাথ কবে সঙ্গে লঞা যাবে।
শ্রীরূপের পদপদ্মে মোরে সমপিবে।।
হেন কি হইবে মোর নর্ম সখীগণে।
অনুগত নরোত্তমে করিবে শাসনে।।