“শুন প্রাণসখী আমি সে জানিয়ে
অনেক টোনার খেলা।
তাহাই খেলিতে যাইব ত্বরিতে
শুন পরাণের কালা ।।”
কহে তব তায় সেই যদুরায়
“কিবা সে খেলিবে ভাই।
দেখি তাহা আমি আপন নয়ানে
তবে সে প্রতীত যাই।।
সখীহে সুবল, এইখানে খেল
কোন্‌ সে করিবে টোনা।
যদি মন লাগে এই হিয়া জাগে
তবে সে যাইবে জানা।।”
“বৈঠহ আনন্দে তরু আশানন্দে
আমি সে ধরিব ছলা।”
কানুর গোচরে সুবল সাঙ্গাত
করিতে লাগিল খেলা।।
আগে সে ধরিল আবেশ করিল
পূর্ব্ব অবতার- লীলা।
শ্রীরাম ধানুকী সহিতে জানকী
করিতে লাগিল খেলা।।
তাহাই ছাড়িয়া শিশুপাল হয়
দন্তবক্র আদি করি ।
এই সব খেলা করেন সুবল
দেখেন প্রাণের হরি।।
তাহা ছাড়ি পুন ধরেন তখন
নৃসিংহরূপের কায়া।
হাতে অস্ত্র টাঙ্গী প্রচণ্ড মুরতি
চণ্ডীদাস দেখে চায়া।।