শুন বর নাগর চতুরহি কান।
তোহারি বচন হাম কিছুই না জান।।
পর ধন দেখিয়া যো হোয়ত লোভী।
তাকর বচন তুহুঁ মোহে কহবি।।
যাকর সম্বল নাহি বট দুই ।
ত্রিভুবন দান করল পরে সোই।।
নিশ্চয় বুঝায়বি এহি বচন।
রসিক জন কাহে কাক বরণ।।
রোহিণীনন্দন কহে শুনহ মুরারি।
ছন্দবন্ধে তুহুঁ ধনীকে না পারি।।