শুন সজনী প্রাণধনী বন্ধু আনি রাখ প্রাণ আমার বন্ধুয়া কোন স্থান।
সখীগো যাওধনী কমলিনী, মথুরায় স্থান।
আনপ্রিয়া ফাটেহিয়া উন্মাদিনী হৈল প্রাণ।
সখীগো বন্ধু বিনে অদর্শনে গেল কুলমান।
কুলমান নিলপ্রাণ হারাইলাম বুদ্ধিজ্ঞান।
সখীগো মনোহরা প্রাণচুরা খেলে সর্বস্থান।
নাপাই দিশা মন ভরসা অসবেনি শ্যামকুঞ্জস্থান।
সখী গো প্রাণিচুরা নাহি মিলে তাহার নিশান।
ভ্রমনায়ে ঘুরেফিরে কোনস্থানে নাই তারস্থান।
সখীগে নয়ানবাণে সর্বস্থানে কটাক্ষেতে মাইলবাণ।
বনবেহারী ধরতেনারি পাইনাকেবল যুগদিহান।
সখীগো শীতালং ফকিরে বলে গেল কুল মান।
কুলমান নিলবন্ধে ব্যাকুল হইল প্রাণ।