শুন সুনাগরী রাই।
তোমার মহিমা এ রস-চাতুরী
সদা মুরলীতে গাই।।
সদা লই নাম অতি অনুপাম
করে নিশি দিশি জপি।
রাধা নাম দুটি প্রেমের অঙ্কুর
আপন হৃদয়ে রোপি।।
উঠিতে বসিতে আন নাহি চিতে
নিরন্তর তোমা দেখি।
যেন সে চাঁদের চকোর লালসে
সদাই বসিয়া থাাকি।।
তেন মোর মন লুবধ চরিত
পরাণ তোমার পাশে।
মনমথ হাতী অঙ্কুশ না মানে
পিত চাহে রস রোষে।।
চণ্ডীদাস কহে শুন সুনাগর
আনে কি জানয়ে লেহা।
দুঁহু সে জানয়ে দোঁহার মহিমা
আনে কি জানয়ে ইহা।।