শ্যামরচন্দ গোরি যব বৈঠল
নিধুবনে সখিগণ সঙ্গ।
চাতুরি রভস কলা কত কৌশল
কিয়ে কিয়ে মদনতরঙ্গ।।
সজনী কো পয়ে ঐছন জান।
পিয় পিয় পিপিয় নাদ শুনি আকুল
মুরছি আনত ভই আন।।ধ্রু।।
ঢর ঢর লোরে নয়ন বহি যাওত
কত কত করুণা কোটি।
দন্তে তৃণহুঁ কহি প্রিয় দরশন দেহ
না হেরিয়া হিয়া যাউ ফোটি।।
বহুত বিনতি করে সখির করে ধরে
কোরহি শ্যাম না জান।
বিপরিত অচল সচল দেখি ঐছন
বল্লভদাস রস গান।।