শ্যাম সুন্দর হিদ্‌রে মোর কুরঙ্গ নয়নে তোর। মাইলে মাইলে গো প্রেম শর।
না হেরিয়া রূপ তোর প্রাণদহে নিরন্তর। তোষানলে জ্বলে দেহা অদর্শনি হয় তোর।
কটাক্ষে জুড়িয়েশর অন্তরে হানিলে মোর। জ্বলনে সর্বাঙ্গ জ্বলে জ্বলে মমান্তর ।
লাগাইয়ে প্রেমের শর অঙ্গ হৈল ঝর ঝর। জ্বলনে ছটফট হিদরে শ্যামার বিচ্ছেদে মোর।
শ্যামরূপে মনোহর লাইগাছে নয়নেতে মোর। অন্বেষিয়ে রূপ তোর ফিরি দেশ দেশান্তর।
কালাভুরি ধেনুশ্বর, কালাবর্ণ নয়নতোর। মস্তকে চিকুরমালা, জিনিনব জলধর।
শিতালঙ্গে বলে মোর, লাগাইয়া বুকে তীক্ষ্ম শর। প্রাণেশ্বরী শ্যামার প্রেমে মন উদাসী হৈল মোর।