শ্যাম সুরঙ্গ তোর দেখতে মোর অগ্নি জ্বলে। মমান্তর দরশনেতে প্রাণ রক্ষা কর।
শ্যামের বিরহে মোর বিচ্ছেদে জ্বলে পাঞ্জর, জ্বলেজ্বলে দেহাজ্বলে জ্বলেকুঞ্জ জ্বলন্তর।
প্রাণশ্যামা রূপেশ্বর বিদ্যাধরীমনোহর, দেবকি গন্ধর্বজিনি সেতুল্য না আছে নর।
নয়নবাণ প্রেমশর বিন্ধিয়াছে মমান্তর। নিলনিল প্রাণনিল দেহাশূন্য করি মোর।
লালটে ভাস্কর তোরপ্রাণ হরিনিল মোর । নয়নে অঞ্চল শোভেসুক্ষইন্দু লালধর।
বদন গোলাবী তোর লাগাইয়াছে নয়নেতে মোর। তোর রূপ অন্বেষিয়ে ফিরি আমি ঘরে ঘর।
শিতালং বলেমোর শ্যামরূপ কামেশ্বর। রূপের ভিখারী তোর যুগলনয়ন মোর।