শ্রীনন্দনন্দন করি গোচারণ
মলিন ও মুখ-শশী।
সঙ্গে হলধর সব সহচর
বংশীবটতলে বসি।।
সকল রাখাল ক্ষুধায় আকূল
কহয়ে তেজিয়া লাজ।
হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া
পুছয়ে রাখালরাজ।।
বটু কহে ভাই অন্ন খাইতে চাই
যদি খাওয়াইতে পার।
তবে সুখ পাই গোধন চরাই
কিছু না চাহিয়ে আর।।
বটুর বচন শুনিয়া তখন
হাসি নবঘন শ্যাম।
এ উদ্ধবদাস চির দিন আশ
পূরাহ মনের কাম।।