শ্রীবাসঅঙ্গনে বিনোদ বন্ধনে
নাচত গৌরঙ্গ রায়।
মনুজ দৈবত পুরুষ যোষিত
সবাই দেখিবার ধায়।।ধ্রু।।
ভকতমণ্ডল গায়ত মঙ্গল
বাজত খোল করতাল।
মাঝে উনমত নিতাই নাচত
ভাইয়ার ভাবে মাতোয়াল।।
গরজে পুন পুন লম্ফ ঘন ঘন
মল্লবেশ ধরি নাচই।
অরুণলোচনে প্রেম বরিখয়ে
অবনীমণ্ডল সিঞ্চই।।
ধরণীমণ্ডল প্রেমে বাদল
করল অবধূত চাঁদ।
না জানে দিশ চারি সবাই নর নারী
ভুবন রূপ হেরি কাঁদ।।
শান্তিপুরনাথ গরজে অবিরত
দেখিয়া প্রেমের বিকার।
ধরিয়া শ্রীচরণ করয়ে রোদন
পণ্ডিত শ্রীবাস উদার।।
মুকুন্দ কুতূহলী কাঁদয়ে ফুলি ফুলি
ধরিয়া গদাধর কোর।
নয়নে বহে প্রেম ঠাকুর অভিরাম
সঘনে ভাইয়া ভাইয়া বোল।।
না জানে দিবানিশি প্রেমরসে ভাসি
সকল সহচরবৃন্দ।
বৃন্দাবন দাস প্রেম পরকাশ
নিতাই চরণারবিন্দ।।