শ্রীশ্রীগোর অভিসার কীর্ত্তন

(কোজাগরী পূর্ণিমা)

‘‘শ্রীগুরু-প্রেমানন্দে নিতাই-গৌর-হরিবোল।’’
‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম।।’’

(১)

‘‘নীলাচলে গোররায়ে সঙ্গেতে নিতাই।
স্বরূপাদি রামরায় শ্রীবাস রামাই।।
মুরারি মুকুন্দ নরহরি গদাধর।
বাসুদের বক্রেশ্বর আদি সহচর।।
সঙ্কীর্ত্তনাবেশে রাত্রি দিন নাহি জানে।
কি ভাব উঠয়ে কভু না যায় কথনে।।
যখনে থাকয়ে প্রভু কাশীমিশ্রাবাসে।
নিরন্তর মগ্ন রহে রাধাভাবাবেশে।।
স্বরূপাদি রামরায়ে দেখি সখীবোধে।
ললিতা বিশাখা বলি সদাই সম্বোধে।।
কুটিলার ভয়ে যেন অন্তরে তরাস।
কদাপি নাহিক শুনি মুখে উচ্চভাষ।।
শ্যামের বিচ্ছেদ সদা হিয়া-মাঝে জাগে।
শ্যামগুণ আলাপন সদা ভাল লাগে।।
হেন ভাবে সদা প্রভুর বিবশ হৃদয়।
শারদীয় ঋতু আসি হইল উদয়।।
শারদীয় শুভ্র নিশায় চন্দিকা উজ্জ্বল।
প্রবাহিত সুরভিত বায়ু সুশীতল।।
নেহারি দ্বিগুণ উঠে ভাবের তরঙ্গ।
অবশ হইল মন প্রাণ সর্ব্ব অঙ্গ।।
দেখি সহচরগণ উৎকণ্ঠিত মন।
প্রভুর রক্ষণে সদা করে সুযতন।।’’



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ