সইলো মনোহর ললিত ত্রিভঙ্গ।
ও রূপ হেরিতে প্রাণ কি জানি কেমন করে
মুরছই কতহুঁ অনঙ্গ ।।ধ্রু।।
অগুরু কর্পূরভার মৃগমদ কেশর
সৌরভে সেবিত অঙ্গ।
উরে বনমাল মলয় ঘনচন্দন
আবৃত অলিকুল সঙ্গ।।
ও মুখ চান্দ ছান্দে হিয়া আকুল
বেঢ়ি মালতী নব রঙ্গ।
করে ধরি মুরলি অধর পরশাওত
গাওত রস পরসঙ্গ।।
রঙ্গিণি যূথ নিশি বাসর আগোরলি
আরোপলি নয়ন চকোর।
রায় বসন্ত পঁহু রসিক শিরোমণি
চীতহি করত উজোর।।