সই না কহ ও সব কথা।
কালার পিরীতি যাহার লাগিল
জনম অবধি ব্যথা।।
কালিন্দীর জল নয়নে না হেরি
বয়ানে না বলি কালা।
তভু ত সে কালা দঅন্তরে জাগয়ে
কালা হইল জপমালা।।
বঁধুর লাগিয়া যোগিনী হইব
কুণ্ডল পরিব কানে।
সবার আগে বিদায় হইয়া
যাইব গহন বনে।।
ঘরে গুরুজন বলে কুবচন
না যাব লোকের পাড়া।
চণ্ডীদাস কহে কানুর পিরীতি
জাতিকুলশীলছাড়া।।