সই না লো হে, আমার দুঃখ সাক্ষী পীতাম্বর।। ধু । সর্ব জগ দেখি ধান্ধা।
অই চতুর্ভুজ বিনে, আনরে না মানে মনে, সে রাঙ্গা চরণে প্রাণি বান্ধা।।
বিষ লাগে বসন্তের বাও, নগরে বেড়াও তুমি, কুলবতী বধূ আমি, অবলাকে দেখা দিয়া যাও।
রহিতে না দিলা সুখে।। আমি রাজা গাহে কালা, সহন না যায় জ্বালা, বিষানল দিলা মোর বুকে।।