সই, কি হইল কালার জ্বালা।
রাত্রি দিন মন সদা-উচাটন
স্বপনে দেখি যে কালা।।
মুদিত-লোচনে যদি বা ঘুমাই
হৃদয়ে কানুরে দেখি।
মনের মরম তোমারে কহিনু
শুন গো মরম-সখি।।
ঘরে নাহি মন মন উচাটন
কি না হৈল মোর ব্যাধি।
কি জানি জীবন বাঁচিতে সংশয়
কহ না ইহার বুঁধি।।
সদাই হৃদয় আমার পরাণ
কানুর চরণে বাঁধা।
যে জন পীরিতি পাড়ার পড়সী
সদাই করয়ে বাধা।।
দূরে রহু তার আদর পীরিতি
সে জন আঁখির বালি।
না যাব সে ঘর পাড়ার পড়সী
দেই যত গালি।।
চণ্ডীদাসে কহে লোকের বচন
কিবা সে করিতে পারে।
আপনা হৃদয়ে মনের মানসে
নিরবধি ভজ তারে।।