সখিগণে দুহুঁ লেই কুঞ্জহি গেল।
কত রস কৌতুক তহি ভৈ গেল।।
অতনু যাগ তব রচইতে কান।
কুন্দলতায়ে করু পুরোহিত ভান।।
যাগভূমি ভেল শশিমুখিদেহ।
পুরোহিত করি তব মন্ত্র কথেহ।।
রাইক উরজ পরশ করু কান।
নমো গণেশায় কহ মন্ত্র বিধান।।
গণ্ডহিঁ গণ্ড পরশ পুনবার।
নমো দিনমণি করু মন্ত্র উচ্চার।।
কুচ নীবিবন্ধ বদন তিন ঠাঞি।
শিব শিব মহিষি বিষ্ণু পূজ তাহি।।
পঞ্চদেব তবে পূজইতে কান।
কোপে কমলমুখি অরুণ নয়ান।।
করি ভুরুভঙ্গিম কুটিল নেহারি।
কান্দন মাখি হাসি দেই গারি।।
ললিতাদি আট আট দিগপাল।
পুজইতে কানু পলায়ে সখিজাল।।
ভাল গণ্ড কুচ যুগল নয়ান।
বদন অধর নবগ্রহ পুজ কান।।
কুন্দলতাক শুনই অছু বোল।
সখিগণ ভর্ৎসন করি উতরোল।।
ঐছন কত কত করয়ে বিলাস।
যদুনন্দন রস সায়রে ভাস।।