সখিগন কন্দরে থোই কলেবর
ঘর সঞে বাহির হোয়।
বিনি অবলম্বনে উঠই ন পারই
অতয়ে নিবেদলুঁ তোয়।।
মাধব কত পরবোধব তোয়।
দেহ দিপতি গেল হার ভার ভেল
জনম গমাওল রোয়।।
অঙ্গুরি বলয়া ভেল কামে পিন্ধায়ল
দারুন তুয়া নব নেহা।
সখিগন সাহসে ছোই ন পারই
তন্তুক দোসর দেহা।
নবমি দসা গেলি দেখি আওলু চলি
কালি রজনি অবসানে।
আজুক এতখন গেল সকল দিন
ভাল মন্দ বিহি পএ জানে।।
কেলি কলপতরু সুপুরুখ অবতরু
নাগর গুরুবর রতনে।
ভনই বিদ্যাপতি সিবসিংঘ নরপতি
লখিমা দেই পরমানে।।