সখি হে শুন বাঁশি কিবা বোলে।
আনন্দে আগোর কিয়ে সে নাগর
আইলা কদম্বতলে।।
বাঁশরি নিসান শুনিতে পরাণ
নিকাশ হইতে চায়।
শিথিল সকল ভেল কলেবর
মন মুরুছই তায়।।
নাম বেঢ়াজাল খেয়াতি জগতে
সহজে বিষম বাঁশী।
কানু উপদেশে কেবল কঠিন
কামিনীমোহন ফাঁসী।।
কি দোষ কি গুণ একই না গণে
না বুঝে সময় কাজ।
রায় বসন্তের পঁহু বিনোদিয়া
তাহে কি লোকের লাজ।।