সখী গো কলঙ্কিনী করিল গো প্রাণ নাথে,
যখনে প্রেম বাড়াইল বহুত ভরসা দিল, বলিছিল সঙ্গেতে গো নিতে ;
আগে না জানি প্রাণ সপিয়াছিলাম শঠের হাতে,
সাধ করি কলঙ্কের ডালা তুলিয়া লইলাম মাথে।
পিরিতের শেল যাঁর অন্তরে সে কি আর বাঁচিতে পারে, সুখী হইয়া আপনার গৃহে,
কুলটা হইলাম আমি প্রাণ বন্ধের পিরিতে।
নিয়ামত হোসনে কয় প্রেম শেল খসিবার নয়, আছি বন্ধের দয়ার আশাতে
মুর্শিদ যদি দয়া করে তবে মান বাঁচিতে পারে।