সজনি ও বড় বিষম প্রেমজ্বালা।
তা সনে না কৈয় কথা যার বরণ কালা।।ধ্রু।।
যদি বা কহিবে কথা পাষাণে বান্ধ হিয়া।
তিলে তিলে দণ্ডে দণ্ডে মরিবে ঝুরিয়া।।
যে না জানে পিরীতি সে জন আছে ভাল।
হাসিয়া পিরীতি করি কান্দি জনম গেল।।
যদুনাথ দাসে কহে এই বোল বটে।
কুলের অঙ্গার প্রেম ছুঁলে জ্বলি উঠে।।