সজনি বড়ই বিদগধ কাণ।
কহিল নহে সে যে পিরিতি আরতি
কষিল হেম দশবাণ।। ধ্রু।
সমুখে রাখি মুখ আঁচরে মোছই
অলক-তিলক বনাই।
মদন রসভরে বদন হেরি হেরি
অধরে অধর লাগাই।।
কোরে আগোরি রাখই হিয়াপর
পালঙ্কে পাশ না পাই।
ও সুখসাগরে মদন রসভরে
জাগিয়া রজনী পোহাই।
কেবল রসময় মধুর মূরতি
পিরিতিময় প্রতি অঙ্গ।
কহই নরোত্তম যাহার অনুভব
সে জানে ও রসরঙ্গ।