সজনী, অপুরুব পেখল রামা

সজনী, অপুরুব পেখল রামা।
কনক-লতা অবলম্বন ঊঅল
হরিন-হীন হিমধামা।।
নয়ন নলিনি দও অঞ্জনে রঞ্জই
ভৌঁহ বিভঙ্গ-বিলাসা।
চকিত চকোর জোর বিধি বান্ধল
কেবল কাজর পাসা।।
গিরিবর-গরুঅ পয়োধর-পরসিত
গিম গজ-মোতিক হারা।
কাম কম্বু ভরি কনক-সম্ভু পরি
ঢারত সুরধনি-ধারা।।
পয়সি পয়াগে জাগ সত জাগই
সোই পাবএ বহুভাগী।।
বিদ্যাপতি কহ গোকুল-নায়ক
গোপীজন অনুরাগী।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ