সব গোপীগণে কমল-নয়ানে
কহিল একটি বাণী।
হের শুন আসি কহে হাসি হাসি
এক মনে অনুমানি।।
কহে গোপীগণ হরষ বদন
কহেন নাগর রায়।
কি হেতু হৃদয় করল নাগর
কহনা শুনিয়ে তায়।।
মনের বেদনা মরমের খেলা
কহিল সবার কাছে।
এক অভিলাষ মনের মানস
ইহাই কহিতে আছে।।
কহ না বিচারি কহিল নাগরী
চাহিয়া নাগর পানে।
কহিতে লাগিলা রসের রসিক
উগারল যেবা মনে।।
এই বৃন্দাবনে রতন-আসনে
রাধারে করিব রাজা।
রমণী মাঝারে জয় জয় দিয়া
বাঁধিয়া রাখিব ধ্বজা।।
সবার মাঝারে ছত্র দণ্ড দিব
ধরিয়া আড়ানি মাথে।
চণ্ডীদাস বলে অদভুত লীলা
ইহা বা বুঝিবে কতে।।