সভারে বিদাঅ করি নন্দঘোস
জতেক গোপের নারী।
যথাযোগ্য লোক তেন দিআ সুখে
বস্ত্র অলঙ্কার ভারি।।
গোপগণ জত লাখ লক্ষ কত
সভারে বিদাঅ করি।
আনন্দ-সায়রে ভাসেন সভাই
বিহরে গোলোক -হরি।।
এই মত দিন দিনে দিনে বাড়ে
নন্দ-দুলালিআ কানু।
হরস বদনে নন্দরাণী মুখ
হেরয়ে শ্যামল তনু।।
জেমত অমিআ সায়রে ভাসল
আনন্দে নাহিক ঔর।
পুত্র-মুখ হেরি গৃহ কৃত্য করি
বালক করিঞা কোর।।
এক দিন রাণী নন্দ-দুলালিআ
রাখিল আগিনা-মাঝ।
দোলার উপরে সুতাইঞা রাণী
করেন গৃহের কাজ।।
নব ঘন রূপ তাহাতে স্বরূপ
আগিনা করিছে আলা।
কর পদ নাড়ি গোলোক-ইশ্বর
করেন আনন্দে খেলা।।
খেনে গৃহ-কর্ম্ম করে নন্দ-রাণী
খেনেক দেখএ মুখ।
পুত্র হেরি হেরি জসদা সুন্দরী
বাড়এ মনের সুখ।।
কোন গুআলিনি আহির রমণী
আসিঞা করিল কোলে।
মুখে মুখ দিআ বদন ভরিআ
চুম্বন করেন হেলে।।
শ্রীঅঙ্গ-পরশ জবে পাঅ রামা
বাড়এ আনন্দ চিত।
কত সুখ পায়ে আপনা আপনি
কহে চণ্ডিদাস রীত।।