সভে মিলি বৈঠল কালিন্দি-তীর।
ঝর ঝর সবহুঁ নয়নে বহ নীর।।
কাঁহা গেও নাহ দুখ-সাগরে ডারি।
অবলা-মতি কৈছে তরইতে পারি।।
বিরহ-বিয়াধি-বিরামক-লাগি।
গাওত তছু গুণ যামিনি জাগি।।
বিষ-জল ব্যাল বর্ষ ভয়ে রাখি।
অব কাহে মারসি অকরূণ আঁখি।।
যবহুঁ চলসি বন গোধন সাথ।
নিমিখে মানিয়ে জনু যুগ-শত যাত।।
অব কৈছে তুয়া বিনে ধরব পরাণ।
তব বচনামৃত না করিয়া পান।।
তে পদ-পঙ্কজ কোমল জানি।
স্তন-যুগে রাখিতে ভয় অনুমানি।।
কৈছে কন্টক-বনে করসি বিহার।
সোঙরি সোঙরি জিউ ধরই না পার।।
এত কহি রোয়ত গদগদ ভাষ।
কহ রাধামোহন দাসক দাস।।