সমুখে সুনাগর হেরি রহু রাধা।
চীর দেই ঝাঁপল মুখশশি আধা।।
ও বর নাগর বিধুমুখি হেরি।
লোল দৃগঞ্চল তছু পর দেলি।।
বিহসি সুধামুখি নাহ মুখ চাই।
থোরহি দূরে রহল ঠমকাই।।
আজুক অপরূপ মীলন অঙ্গ।
পহিলহি দরশনে উপজল রঙ্গ।।
অতিহু তিয়াসে পাশে মিলু কান।
কি করব অব ধনি কছুই না জান।।
অঙ্গহি অঙ্গ পরশ রসে ভোর।
সরস সম্ভাষই যুগল কিশোর।।
সহচরিযুথ সবহুঁ সুখে চায়।
কৃষ্ণকান্ত নয়নে শীধু সম ভায়।।