সময় জানি তব কাননদেবি।
ইঙ্গিতে বনহুঁ বসন্তহিঁ সেবি।।
গন্ধচূর্ণ বহু আনল তাই।
সব সখিগণ দেখি লেওল ধাই।।
মণিময় কতশত পিচকারি আনি
সহচরীগণে কহে গদগদ বাণী।।
এক এক করি সব সহচরী নেল।
শত শত কুসুমগেন্দু পুন দেল।।
কুসুমক বারি ঝারি ভরি আনি।
তাহে মিশাওল মৃগমদপানি।।
ভরি পিচকারি কানু তাহা নেল।
হেরইতে মাধব হরষিত ভেল।।