সাঁঝহি শচিসুত হেরিয়ে আন মত
কি কহত কছু নাহি জানি।
নগর গমন লাগি বোলত রাজ-দুত
বড় হি দারুণ বাণি।।
কান্দি কহত পুন রোই।
লাখে লাখে বিঘিনী মঝুপরে বীতউ
পাছে জানি বিচ্ছেদ হোই।।
সবহুঁ অলক্ষণ হেরই চৌদিশে
হৃদয়ে উঠত ঘন তাপ।
কাহে মঝু চিত করত উচাটন
এত কহি করত বিলাপ।।
ঐছন হেরি পরাণ মঝু রোয়ত
কি করয়ে নাহিক থেহ।
এ রাধামোহন কহ ইহ আন মত নহ
কাঠ-কঠিন মঝু দেহ।।