সুবলের ধরা রাই কটিতে আঁটিল।
কনক কিঙ্কিণী লয়ে তাহাতে বাঁধিল।।
মাথায় বাঁধিল চূড়া শিখিপুচ্ছ তায়।
উচ্চতায় পয়োধর ঢাকা নাহি যায়।।
হাসিয়া সুবল বলে শুনগো কিশোরী।
কোলেতে করিয়া লেহ নবীন বাছুরি।।
বৎস রূপ ধরিয়া আইলা যোগমায়া।
শ্রীরাধিকা বনে চলে তারে কোলে লয়া।।
শিঙ্গা বেণু করে নিল চরণে নূপর।
পিয়ারে ভেটিতে যায় রঙ্গরস পূর।।
যেখানে বসিয়া আছে শ্যাম নট রায়।
সুবলের বেশে রাই সেইখানে যায়।।
নাগর দেখিয়া দুখী সুবল ফিরে আইল।
যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল।